Daily Gazipur Online

মানুষের কল্যানের জন্য আমি রাজনীতি করি ———- সাদেকুর রহমান

এস, এম, মনির হোসেন জীবন : তুরাগ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। আমি দলের হাইকমান্ডের নির্দেশ মেনেই স্বচছ ভাবে রাজনীতি করি। আর রাজনীতিকে রাজনীতি ভাবেই মোকাবেলা করা উচিৎ।
তিনি বলেন, কোনও নোংরা খেলা রাজনীতির অংশ হতে পারে না। আমি আওয়ামী সেচ্ছাসেবক লীগের একজন স্বচছ কর্মী হিসেবে মানুষের কল্যানের জন্য রাজনীতি করি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সোনার বাংলাদেশ ও দেশের আপামর জনগনকেই নিয়েই আমার রাজনীতি।
সাদেকুর রহমান বলেন, আমি নিজে একজন প্রথম শ্রেণির ঠিকাদার। গত বেশ কয়েক বছরে শত শত কোটি টাকার কাজ করেছি। নিজের ব্যবসা ও রাজনীতির বাহিরে অন্য কোনও বিষয়ে আমার কোনও মনোযোগ নেই, মানুষের কল্যানের জন্যই আমি নিরলস ভাবে রাজনীতি করি।
তিনি বলেন, প্রতিবেদনে আমাকে নিয়ে যা লেখা হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের একটি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। রাজনীতি করতে হলে প্রতিযোগিতা থাকবে এটা মেনেই রাজনীতি করি, আর রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিৎ। কোনও নোংরা খেলা রাজনীতির অংশ কখনোই হতে পারে না।
আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় আমাদের নিজস্ব প্রতিবেদকের সাথে ’’তুরাগের আওয়ামী রাজনীতির হালচাল নিয়ে খোলামেলা আলাপকালে তুরাগ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেকুর রহমান এসব কথা বলেন।
এদিকে, তুরাগ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাদেকুর রহমান, যুবলীগের সাবেক আহবায়ক নিত্যচন্দ্র ঘোষ ও একই থানার যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিমকে নিয়ে একটি জাতীয় দৈনিকে একাধিক ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়েছে এ সব ব্যাপারে দলের অনেকেই ক্ষোভ প্রকাশ ও মতামত ব্যক্ত করেছেন।
তুরাগের রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ও বিভিন্ন পেশার মানুষের সাথে আলাপকালে তারা এই প্রতিবেদককে বলেন, কে বা কারা বেশ কিছু ব্যক্তিকে কেন্দ্র করে কয়েকটি উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাাশের জন্য যেসব তথ্য উপাত্ত দেয়, সেগুলো নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচছাসেবকলীগের শীর্ষ পদের নেতাদের মধ্যে এক ধরণের অস্বস্থি তৈরি হয়েছে।
তুরাগের বাসিন্দা ও তৃণমূল পর্যায়ের নেতারা বলছেন- আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি মো: সাদেকুর রহমান তুরাগের নয়ানগর এলাকার ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা এবং পরিবারের সবাই উপার্জনক্ষম হওয়ায় এমনিতেই স্বচ্ছল তাদের পরিবার। এছাড়া সেচ্ছাসেবক লীগ নেতা সাদেকুর রহমান প্রথম শ্রেণির একজন ঠিকাদার। তুরাগের বিভিন্ন রাস্তাঘাটসহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে সাদেকুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যানারে।
রাজধানীর তুরাগ থানার আওয়ামী রাজনীতি বহুধারায় বিভক্ত হলেও ব্যাক্তিগত কাদা ছোড়াছুড়িকে কখনোই প্রশ্রয় দেননি দলের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা। এমনটিই মনে করছেন তুরাগ থানা এলাকার ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।
সম্প্রতি সময়ে জাতীয় দৈনিকে প্রকাশিত কিছু সংবাদ নিয়ে প্রতিবেদকের সঙ্গে কথা হয় তুরাগ এলাকার একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে।
তুরাগ থানা আওয়া যুবলীগের প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়ক মো: নাছির উদ্দিন নাছিম এবিষয়ে আমাদের প্রতিবেকদের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের রাজনৈতিক ক্যারিয়ার ধবংস করার জন্য সমাজের এক শ্রেনীর নোংরা মনের মানুষ তাদের প্রতিহিংসার স্বরূপ রাজনৈতিক নেতাদের বিরুদ্বে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার লিপ্ত রয়েছে।
তিনি বলেন, রাজনীতি করার ক্ষেত্রে যত ধরনের বাঁধা আসুন না কেন, সকল বাঁধা অতিক্রম করে আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্বে রাজনৈতিক মাঠে এসব কিছু মোকাবেলা করবো।
যুবলীগের নেতা নাছির উদ্দিন আরও বলেন, আমরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। তার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিয়ে যুবলীগকে আরও গতিশীল করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ মো: নাছির উদ্দিন এই প্রতিবেদককে বলেন, কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি এখন থেকে সবাইকে পরিহার করতে হবে। নিজেকে দলের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে ভালো কাজের সামনে প্রমান করতে হবে।
তিনি আরও বলেন, কাউকে রাজনীতির মাধ্যমে ডিসকোয়ালিফাই করার প্রবণতা ত্যাগ করতে হবে। যারা রাজনীতি করে তাদের জনগনের কাছে যাওয়ার অধিকার আছে। ধৈর্য্য, সাহস, বুদ্ধিমত্বা, ভাল এবং সুন্দর কর্ম ছাড়া কেউ রাজনীনিতে এগিয়ে যেতে পারেনা।