Daily Gazipur Online

মান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর মান্দায় রাজশাহীর মেডিপ্যাথ ডক্টর’স চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ৷
গতকাল ২৪ শে জানুয়ারি (মঙ্গলবার) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডি,বি উচ্চ বিদ্যালয়ে মা ডিশ কেবল নেটওয়ার্কের পরিচালক জুয়েল রানার সার্বিক সহযোগিতায় তেঁতুলিয়া ডি,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক৷
ঐদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ ৫ জন চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। গ্রামীণ জনপদে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেরে খুশি সেবা প্রত্যাশীরা ৷