মান্দার জোতবাজার ব্রিজের সংযোগ সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে

0
102
728×90 Banner

হাবিবুর রহমান,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার খেয়া ঘাটের নির্মিত বীজের সংযোগ সড়ক নির্মাণ কাজে দ্রুত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ।
জানা গেছে ব্রিজের মূল কাঠামোর কাজ শুরু হয় ২০১৮ সালে এবং ব্রিজের মূল কাঠামোর কাজ শেষ হয় ২০২৪ সালে । মান্দা উপজেলা এল জি ডি প্রকৌশলী অফিস সুত্রে জানাযায় ব্রিজের এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৮১ লক্ষ ২৫ হাজার টাকা। পরবর্তীতে ২৭০ মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজে ৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করে দরপত্র আহবান করা হয়। দরপত্রটি কার্যাদেশ পায় মোঃ সোহেল এন্ড এম এস খান ট্রেডার্স জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে কাজটি ক্রয় করে নেন মেসার্স বাসের আলী সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান বাবু। স্থানীয়রা বলেন এই ব্রিজের মূল কাঠামো কাজ শেষ হবার কিছু দিন পরেই সংযোগ সড়কের কাজ শুরু হয় । ২৭০ মিটার সংযোগ সড়কের নির্মাণ কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে দ্রুত গতিতে চলমান রয়েছে । স্থানীয়রা বলেন এই ব্রিজটি হওয়াতে আমাদের যাতায়াত অনেক সুবিধা হয়েছে, আগে আমরা অনেক কষ্ট করে নৌকায় চড়ে খেয়া পার হতাম, বর্ষাকালে জীবনের ঝুঁকে নিয়ে নদী পার হইতে হতো। স্থানীয় এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা বলেন আগে আমরা নৌকায় পার হয়ে স্কুলে যেতে অনেক সময় লাগতো এখন আমরা অল্প সময়ের মধ্যে স্কুলে যেতে পারি, এই ব্রিজটি হওয়াতে আমরা অনেক খুশি এবং আনন্দিত।এ বিষয়ে সাব ঠিকাদারি মেহেদী হাসান বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সিডিউল মোতাবেক নিয়ম নিতি মেনে মানসম্মত সামগ্রী ব্যবহার করে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছি । এবং এই কাজ আর দুই মাসের মধ্যে শেষ করে অফিসকে বুঝিয়ে দিতে পারবো বলে আমি আশা করি । মান্দা উপজেলা (এলজিইডি) প্রকৌশলী কর্মকতা মোঃ আবু সায়েদ বলেন, জোতবাজার ব্রিজের সংযোগ সড়কের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে । এদিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন এই ব্রিজটি হওয়াতে অত্র এলাকার জনসাধারণের দুর্ভোগ শেষ হলো, অত্র এলাকার জনগণের বহুদিনের কাঙ্খিত আশা পূর্ণ হতে চলেছে । নওগাঁ জেলার (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন আমার জানামতে সিডিউল মোতাবেক সুন্দর ভাবে জোতবাজার খেয়া ঘাটের নির্মিত বীজের সংযোগ সড়ক নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম নিতি মেনে মানসম্মত সামগ্রী ব্যবহার করে কাজটি করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here