Daily Gazipur Online

মান্দায় চোলাইমদ ও গাঁজাসহ দু মাদক ব্যাবসাহী আটক

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৩০ লিটার চোলাইমদ ও ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। শনিবার দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভারশোঁ ঋষি পল্লির রবিন্দ্রনাথ ঋষির ছেলে সুমন ঋষি (৪৫) ও নিমাই ঋষির ছেলে নিতাই চন্দ্র ঋষি (২৫)। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন ঋষি ও নিতাই ঋষির বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ। ওসি হাসমত আলী আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।