মান্দায় তিন গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

0
89
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তিন গ্রাম পুলিশের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দেলুয়াবাড়ি বাজারের এশারতুল্যা শাহ নামের এক ভুক্তভোগী তিন গ্রাম পুলিশের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত গ্রাম পুশিশেরা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত আছেন। অভিযুক্ত গ্রাম পুলিশারা হলেন, সলিম উদ্দিন (৫২), মামুনুর রশিদ (৩০) ও মো. রাব্বী (২৩)। ভুক্তভোগী এশারতুল্যা শাহ বলেন, ‘দেলুয়াবাড়ি বাজারের পূর্বদিকে আমার সম্পত্তিতে নির্মিত একটি দোকানঘর সাইকেল মেকার মমতাজ হোসেনকে মাসিক ৫০০ টাকার চুক্তিতে ভাড়া প্রদান করি। ভাড়াটিয়া মমতাজ হোসেন শুরুর দিকে ভাড়া প্রদান করলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে টালবাহানা করতে থাকে।’ অভিযোগকারী এশারতুল্যা আরও বলেন, ‘গত সোমবার সকালে ভাড়াটিয়া মমতাজ হোসেন প্রাচীরের জন্য লোহার রড কাটার সময় নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়া সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে। একই সঙ্গে ওই দোকানঘর থেকে আমাকে উচ্ছেদেরও হুমকি দেন ভাড়াটিয়া মমতাজ হোসেন। এ অবস্থায় দোকানঘরের দখল নিতে গ্রাম পুলিশ সলিম উদ্দিন, মামুনুর রশিদ ও রাব্বী আমার কাছে এক লাখ টাকা দাবি করেন। তাদের দাবি করা টাকা না দেওয়ায় ভাড়াটিয়ার সঙ্গে যোগসাজস করে ব্যক্তিমালিকানার সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদের পাঁয়তারা করছেন গ্রাম পুলিশেরা। এ বিষয়ে জানতে গ্রাম পুলিশ সলিম উদ্দিনের ও মামনুর রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি।এই ব্যাপারে জানতে চাইলে কুসুম্বা ইউনিয়নের চেয়ার‌্যমান নওফেল আলী মণ্ডল বলেন, বিষয়টি শুনেছি। তবে গ্রাম পুলিশদের এসব ঝামেলায় যাওয়া ঠিক হয়নি। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here