Daily Gazipur Online

মান্দায় ধর্ষণের অভিযোগে সিএইচসিপির বিরুদ্ধে মামলা

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. সালাউদ্দিনের (৩২) বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নারী শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। শনিবার তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
সিএইচসিপি মো. সালাউদ্দিন উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা। তিনি বারিল্যা কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার পদে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিএইচসিপি মো. সালাউদ্দিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপনে ওই নারীর ঘরে প্রবেশ করেন সালাউদ্দিন। বিষয়টি টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাঁদের দুইজনকে ঘরে আটক করে রাখা হয়। শুক্রবার সকালে তাঁদের পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এর আগেও একই ধরণের একাধিক ঘটনা ঘটিয়েছেন সিএইচসিপি সালাউদ্দিন।
ভুক্তভোগী নারী বলেন, কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের সুবাদে সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করে সালাউদ্দিন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর মামলায় সালাউদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।