
অসীম কুমার দাস (নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি ভটভটি উল্টে আকলিমা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। এরা হলেন, নিহত আকলিমার স্বামী রফিকুল ইসলাম (৩৫), মেয়ে রিমা আক্তার (১২) ও ছেলে আব্দুল্লাহ (২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকলিমা বেগম সপরিবারে মান্দা উপজেলার পীরপালি বাজারে এক আত্মীয়ের বাসায় ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন । পথে উল্লিখিত স্থানে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকলিমা বেগম নিহত হন। আহতদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিমা ও আব্দুল্লাহকের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় যুবক নিহত
অপর দিকে আমাদের স্টাফ রিপোর্টার এস,এম,মনির হোসেন জীবন জানান, রাজধানীর বিমানবন্দর সড়কে ফুটওভার ব্রিজের নিচে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো: সেলিম মিয়া (৩০)। নিহত সেলিম রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন এবং উত্তরায় একটি অফিসে চাকরি করতেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বিমানবন্দর সড়কে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপি’র বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিমানবন্দর থানা পুলিশ ও নিহত সেলিমের আতœীয় আবু সায়েম জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিমানবন্দর সড়কে ফুটওভার ব্রিজের নিচ থেকে বাসে উঠছিলেন সেলিম মিয়া (৩০)। এ সময় দ্রæতগতিতে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে এসে সজোরে তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রæতগতিতে পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক (ওসি) মো: বাচ্চু মিয়া মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
