Daily Gazipur Online

মান্দায় ২শ পরিবারে খাদ্য সহায়তা প্রদান

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : নওগাঁর মান্দায় করোনাকালিন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা সিসিডিবি। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম।
সিসিডিবির এরিয়া ম্যানেজার দরকা সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। সিসিডিবির সিনিয়র প্রোগ্রাম অফিসার কাওছার আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হিসাব রক্ষণ কর্মকর্তা ম্যাক মোহন মন্ডল, প্রশিক্ষক হালিমা খানম, সমাজ সংগঠক দিপিকা মান্ড্রী, এলিজাবেথ সুতপা চৌধুরী প্রমুখ।
শেষে সংস্থা পক্ষ থেকে ২০৩ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, লবন ও সাবান বিতরণ করা হয়।