

নওগাঁ প্রতিনিধি: ১৩ বছর পর নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি হিসেবে এম এ মতিন ও সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী নির্বাচিত হয়েছেন । এতে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল আলম বাদল ও বিশ্বজিৎ সরকার। ১৪টি ইউনিয়নের মোট ৯৯৪ জন কাউন্সিলের মধ্যে ৯৩০ জন ভোট দেন । শুক্রবার বিকেল ৪ টার দিকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম। এছাড়া বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ।সম্মেলনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম এ মতিন, মান্দা উপজেলার সাবেক আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট প্রমুখ । আব্দুস সালাম বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারও কারণে দলের দুর্নাম হয় এমন কাজ করবেন না। যারা অন্যায়-অপকর্ম করছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। দল থেকে বহিষ্কার করা হচ্ছে ।’ এম এ মতিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক। শফিকুল ইসলাম বাবুল চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ছিলেন । দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর ১৩ বছরে কোনো সম্মেলন করতে পারেনি দলটি। অবশ্য ২০১৭ ও ২০২৩ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
নওগাঁ প্রতিনিধিঃ






