Daily Gazipur Online

মাশরাফির উদ্যোগ ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নড়াইলের সাধারণ মানুষের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ শ্লোগানকে সামনে রেখে রোববার থেকে নড়াইল ও লোহাগড়া উপজেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হবে বলে শনিবার এক ভিডিও বার্তায় জানান মাশরাফি।
মাশরাফি বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন রোববার থেকে খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি করোনায় আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পান এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ভ্রাম্যমাণ টিমের দুই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এই মুহূর্তে নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডা. স্বপ্না রানী সরকার চিকিৎসা দেবেন।
এসময় তিনি নড়াইলের সন্তান যারা চিকিৎসা পেশায় আছেন তাদের সহযোগিতা কামনা করেন।
মাশরাফি বলেন, আপনারা সকলে ঘরে থাকবেন. ধৈর্য্য ধারণ করবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ।
উল্লেখ্য, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি নিজেই।