Daily Gazipur Online

মাসে ৩ কোটি টিকা দেয়ার ঘোষণা

ডেইলি গাজীপুর প্রতিবেদক :আগামী নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিকার অভাব নেই। ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেয়া হবে।