Daily Gazipur Online

মাস্ক ছাড়া বের হলে ১লাখ টাকা জরিমানাসহ ৬ মাসের জেল

হলধর দাস,নরসিংদী থেকে : জেলায় করোনাকালীন সময়ে নরসিংদী জেলা প্রশাসনের বিভিন্নমুখী অব্যাহত কার্যক্রমের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ( ০৯ জুন,২০২০) নরসিংদী বাজার ও শহরের বিভিন্ন মহল্লায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে সতর্কীকরণ করা হয় সাধারণ মানুষকে্। একাধিক মামলায় জরিমানাও আদায় করা হয়।
নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক নরসিংদী জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচা বাজার, রাস্তা ঘাট ও গণপরিবহনে চলাচলের সময় যাতে জনসাধারণ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে নরসিংদী জেলা সদরের ভেলানগর বাজার ও জেলখানার মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ যাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট(নেজারত ডেপুটি কালেক্টর) মোঃ শাহরুখ খাঁন নিজে মাইকিং করে জনগণকে সচেতন করার কার্যক্রম পরিচালনা করেন ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মোঃ শাহরুখ খাঁন জনগণের উদ্দেশ্যে বলেন, করোনা প্রতিরোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ মেনে চলতে হবে। তা হলেই করোনা প্রতিরোধ সহজ হবে। যারা বাহিরে বেরুবেন অবশ্যই মাস্ক পরিধান করে বেরুবেন। নইলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা সহ ৬ মাসের জেল দেয়ার বিধান রাখা হয়েছে।
তবে আজকে প্রথম দিনে আমরা লক্ষ্য করছি যে, অনেকেই আমাদের দেখে পকেট থেকে মাস্ক বের করে লাগাচ্ছেন। কেউবা পকেটে রেখেও তা মুখে লাগাচ্ছেন না। কোন ধনাঢ্য ব্যাক্তি যদি এ নিয়ম ভঙ্গ করেন তাকে এক লক্ষ টাকা জরিমানা করবো।
আজকের পর থেকে অব্যাহতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হবে। অতএব কেউ মাস্ক পরিধান ছাড়া ঘরের বাহিরে বেরুবেন না। আবশ্যিকভাবে প্রত্যেককে মাস্ক পরিধান বের হতে হবে।
এছাড়া, যথাযথভাবে সরকারি নির্দেশনার আলোকে গণপরিবহন পরিচালিত হচ্ছে কিনা তাও মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে একাধিক মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান এর সাথে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বী।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ ও জেলা আনসার সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খাঁন।