মাহবুব উল আলম হানিফসহ ১৮২২ জনের কোভিড-১৯ টিকা গ্রহন

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ শনিবার ১০ এপ্রিল ২০২১ইং তারিখে দেশব্যাপী কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে মোট ১৮২২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৬৫৬ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬৬ জন। আজ ১০ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ২ শত ৪৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ১৭ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ শনিবার সকালে কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। আজ টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি, সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদ, অডিটর জেনারেল মোহাম্মদ মোসলিম উদ্দিন চৌধুরী, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বাহলুল মজনু চুন্নু প্রমুখ।
এদিকে আজ ১০ এপ্রিল পর্যন্ত বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ শনিবারের ৬৯৯ জনসহ এ পর্যন্ত ১ লক্ষ ২৯ হাজার ২ শত ৯৬ জনের কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ শনিবারের ৩০১ জনসহ এ পর্যন্ত ৮৮ হাজার ৬ শত ৯৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৬ শত ৫৪ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৪ শত ৫১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৬ শত ৭১ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন রোগী।
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে পরীবাগের ডক্টরস ডরমিটরি পরিদর্শন করেন এবং এটা চালুর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরে মাননীয় উপাচার্য মহোদয় ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও মাননীয় উপাচার্য মহোদয়ে সাথে মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের শিক্ষকদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ জুলফিকার আহমেদ আমিন, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here