

এস. এম. কামাল হোসেন।
হায়রে আত্মবিশ্বাসী মায়াবী মন!
সহস্র কষ্ট ভুলে করিস যন্ত্রণা হজম।
আঘাতের ক্ষত শুকাতে না শুকাতে,
অকৃতজ্ঞ এবং কৃতঘ্নকে ভাবিস আপন!
হায়রে মহান নিঃস্বার্থ মায়াবী মন!
জীর্ণ শীর্ণ দেহে বিলিয়ে সঞ্চিত ধন,
উত্তমর্ণ সংকটাপন্ন তবু চিন্তায় অধমর্ণ ।
হায়রে পরোপকারী বেহায়া মায়াবী মন!
ক্ষতবিক্ষত দেহে ঘটিয়ে প্রেমের নিঃসরন,
ব্যর্থ প্রেমিকের দুঃসময়ে কাঁদিস সারাক্ষণ।
হায়রে অবুঝ হৃদয়ের প্রেমিক মায়াবী মন!
সাধু প্রেমিক অতৃপ্ত,অসাধুতে শান্তির ধরন।
হায়রে অবিবেচক ভালবাসার মায়াবী মন!
স্বচ্ছ ভালবাসা নিঃস্ব, অবিশ্বাসের কারন।
হায়রে সাগরের ন্যায় প্রশস্ত মায়বী মন!
রক্তচক্ষুর ভিড়েও করো সত্যেকে অবলম্বন।
হায়রে সত্যের সন্ধানী অদম্য মায়াবী মন!
কণ্টকাকীর্ণ পথ সহজ করে চলে অবিরাম,
মধ্যম ও অধমকে করেছো নিজের আপন।
হায়রে সুন্দরের পূজারী মায়াবী মন!
প্রতারকের প্রতারণায়ও খুঁজো প্রতিদান।
ছিন্ন করে মায়ার বাঁধন,করো না দুষ্টের দমন। ধরনীর শান্তি স্থাপনে করো জঞ্জাল নিরসন।
“মায়াবী মন”মায়ার ধরন পরিবর্তন প্রয়োজন।

সিনিয়র সাংবাদিক প্রিয় নাসির উদ্দীন বুলবুল ভাইয়ের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সিনিয়র সাংবাদিক প্রিয় নাসির উদ্দীন বুলবুল ভাইয়ের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি।