মা হলো পরিবার সমাজ দেশ ও বিশ্ব গড়ার কারিগর…এম. এ জলিল

0
183
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বিশ্ব মা দিবস-২০২১ পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে আজ সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ৪র্থ তলায়, ঢাকা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লীগের সভাপতি ডাঃ এম এ হাফিজ, পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম আসাদ, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপ কমিটি সদস্য লায়ন কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ জনকল্যাণ পার্টির সভাপতি দেওয়ান মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, জাতীয় গণতান্ত্রিকলীগের সহ সভাপতি ফাতেমা খাতুন,সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির ভাষনে এম এ জলিল বলেন,মা পরিবার সমাজ দেশ ও বিশ^ গড়ার কারিগর। তাই মা’দেরকে সেবা করুন ভালো বাসুন। েিবশ^ যা কিছু কল্যাণকর সবই মার অবদান। যারা বিজ্ঞানিক দার্শনিক বা আবিষ্কারক যাদের মাধ্যমে দেশ বিশ^ আজ আধুনিকায়ন ও কল্যাণকর হয়েছে। যেমন- কোভিড-২০১৯ ভাইরাসের প্রতিরোধে যারা ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করেছেন তারা মা’দের এই অবদান। সর্বপ্রথম মা’দের পরিচর্যায়া এগিয়ে আসুন, তবেই সার্থক হবে মা’র জীবন।
এম এ জলিল বলেন, আমার মা রাহেলা খাতুন, আমার পরে আমার দুই ভাই ও এক বোনের জন্ম হয়েছে। তাদের লালন পালনের জন্য মা’র যে কত কষ্ট হয়েছে, তা ভোলার নয়। তাই মা’র কাছে প্রতিটা সন্তান চির-কৃতজ্ঞ থাকা উচিত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here