Daily Gazipur Online

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

আর কে আকাশ: মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।
মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জামাল রাজা, সুজানগর নাট্য গোষ্ঠীর সভাপতি টিপু সুলতান দুলাল প্রমূখ।
এসময় যুগ্ম সম্পাদক আর কে আকাশ, মাহমুদুল হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক আল মামুন রিমন, অর্থ সম্পাদক ঝন্টু সরদার, প্রকাশনা সম্পাদক সুলতান হোসেন, যোগাযোগ সম্পাদক হালিম শিকদার মাসুদ, কার্য নির্বাহী সদস্য শ্রাবণ জামান মিম, শিশির ইসলাম, শ্রী অজয় কুমার, নীলাকাশ মিডিয়াকমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শফিক, আল-নাসির, আ. লতিফ, সালাউদ্দিন আহমেদ সজলসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশন এর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং যথাযোগ্য ভাবে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।