মিনিস্টার কোম্পানীর রংপুর বিভাগীয় পরিবেশকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
218
728×90 Banner

মামুনুর রশিদঃ আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ ‘ শ্লোগান সম্বলিত। বাংলাদেশের সেরা নাম্বার ওয়ান ব্রান্ড মিনিস্টার হাই-টেক পার্ক লিঃ ও মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডা. লিঃ রংপুর বিভাগীয় সকল পরিবেশকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। ১১/০৬/১৯ ইং রোজ মঙ্গলবার রংপুর শহরের নিউ মিড নাইট সান রেস্তোএরাঁয় কোম্পানীর সাফল্য অর্জন,বিক্রয়বৃদ্ধি,দ্রুত সার্ভিস ও ওয়ারেন্টি সুবিধাসহ পরিবেশকদের ব্যাবসা বৃদ্ধি ধারাবাহিকতা রাখার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগের সকল জেলার পরিবেশকরা কোম্পানীর সাফল্য ও অল্প সময়ের মধ্যে চাহিদা বাড়ায় মাননীয় চেয়ারম্যান এম এ রাজ্জাক খানকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন,মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এর জেনারেল ম্যানেজার (ওয়েস্টার্ন )রফিকুল ইসলাম লিটন।এ্যাস. জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ খান,রংপুর -০১ বিভাগীয় ম্যানেজার আওরঙ্গজেব সুমন,রংপুর-০২ বিভাগীয় ম্যানেজার মোহিত লাল সাহা, ঠাকুরগাঁও অঞ্চলের ম্যানেজার মামুনুর রশিদ (মামুন) সহ পরিবেশক ও কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here