
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকার জামালকোট বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আজ রাত ৮টা ২০ মিনিটের সময় আগুন পুরোপুরি ভাবে নির্বাপন করতে সক্ষম হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ভাষানটেক জামালকোট বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, আজ রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো: বাবুল মিয়া গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ভাষানটেক জামালকোট বস্তিতে আগুন লাগার সুত্রপাত হয়। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর,কুর্মিটোলা,তেহগাঁও ও পূর্বাঞ্জল থেকে মোট ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে অগ্নিনির্বাচনে একযোগে কাজ শুরু করেন।পরবর্তীতে আজ রাত ৭টা ২৫ মিনিটের সময় বস্তির ওই আগুন নিয়ন্ত্রনে আসে।এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ শেষে রাত ৮টা ২০ মিনিটের সময় আগুন পুরোপুরি ভাবে নির্বাটন করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও ঘটনাস্থলে আছেন। তারা রিপোর্ট দেয়ার পর এবিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
