Daily Gazipur Online

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গত শুক্রবার সন্ধ্যায় মিরপুর ৭ নম্বর সড়কের আরামবাগে রঝিলপাড়ের বিশাল বস্তিতে আগুন লাগে। আগুনে পুড়ে গেছে কয়েক’শ বাসা-বাড়ি। মিরপুরের বস্তিতে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকার উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শন করে মেয়র ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন, তিনি পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন। সিটি মেয়রের আশ্বাসের প্রক্ষিতে উত্তর সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধিন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্পের ২য় পর্যায়ে পরিচালনারত প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন ডিএনসিসি পার্টনারশিপ এলাকা – ৩ থেকে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে। গতকাল রবিবার মেডিকেল ক্যাম্প থেকে ৩৫০ রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। টিম দুটি সেকশন -৬, বøক- ই, মিল্ক ভিটা রোড, ৬ নং ওয়ার্ড কাউন্সেলর কার্যালয় সংলগ্ন বটতলায় এবং আরামবাগ ২ নং রোডের শেষ প্রান্তে কাজ করছে। স্বাস্থ্যক্যাম্প পরিচলনায় সার্বিক নির্দেশনা প্রদান করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্্িরগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং স্থানীয়ভাবে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ রজ্জব হোসেন। এবিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ বলেন ঢাকার উত্তর সিটি করর্পোরেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্ষতিগ্রস্ত মানুষের দোর গোড়ায় পৌছে দেয়া হচ্ছে। তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোয় এই সেবা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে সহায়তা করছে।