মিশিগানে ১৬ আগস্ট বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি স্থাপন

0
137
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর একটি স্থায়ী প্রতিকৃতি আগামী ১৬ আগস্ট স্থাপন করা হবে। মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগানে সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনে মিশিগান স্টেট যুবলীগের দীর্ঘদিনের প্রস্তুতি শেষে আগামী ১৬ আগস্ট বিকেল ৬টায়, ১২১০০ বাংলাদেশ এভিনিউ (কনান্ট) উদ্বোধন হবে। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে মিশিগানে বসবাসরত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে উপস্থিত হয়ে সর্বাত্মকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন অনুষ্টানকে সফল ও সার্থক করার আহ্বান জানাচ্ছি।এদিকে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আব্দুস সামাদ আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। এছাড়া সম্মানীত অতিথি হিসেবে উপস্তিত থাকবেন একে এম তরিকুল হায়দার চৌধুরী আহ্ববায়ক যুক্তরাষ্ট্র যুবলীগ। যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here