নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১২টার দিকে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রাজধানীর মুক্তাঙ্গনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন লতিফ টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন রনির সঞ্চালনায় পরিচালিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
কর্মসূচিতে প্রধান অতিথি আলহাজ্ব কামরুল হাসান রিপন উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন “প্রাকৃতিক দূর্যোগ কবলিত আমাদের এ দেশকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীর পবিত্র দায়িত্ব। বৃক্ষরোপণের মাধ্যমেই ভারসাম্যপূর্ণ এবং বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব। তাই এ দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানা এবং প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের স্ব স্ব ইউনিটে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”