মুক্তিযোদ্ধাদের স্বরণীয় করে রাখতে তাদের নামে রাস্তাঘাটের নামকরন করা হবে : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

0
87
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন, ১৯৭১ সালে যারা জীবন বাজী রেখে যুদ্ব করে দেশ স্বাধীন করেছেন সেই সকল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্বরণীয় করে রাখতে প্রয়োজনে তাদের নামে বিভিন্ন রাস্তাঘাটের নামকরন করা হবে।
মন্ত্রী আরো বলেন, প্রয়াত আবুল হাসিম চেয়ারম্যান একজন বীরমুক্তিযুদ্বা এবং আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের সাহসী নেতা ছিলেন। তিনি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা, বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক অবদান রেখে গেছেন। তুরাগ ও হরিরামপুর বাসি তাকে চিরকাল স্বরণীয় করে রাখবে।
তিনি শনিবার বিকেলে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল ও কলেজ মাঠে তুরাগ থানা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাসিম চেয়ারম্যানের স্মরণসভা- দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, দলের সাধারণ সম্পাদক এস, এম, মান্নান কচি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান (এমপি), প্রয়াত বীরমুক্তিযুদ্বা আবুল হাসেম চেয়ারম্যানের বড় পুত্র হাবিবুর রহমান পান্না এবং মহিবুল হাসান মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো, ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, আলহাজ মো, নাজিম উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, মো, নুরুল ইসলাম মোল্লা সুরুজ, , ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ আহমেদ ফরিদ, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ,৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান, তুরাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হাসান, তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো, শাহিন হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযুদ্বা বজলুর রহমান স্বরন সভায় লেন, বীরমুক্তিযুদ্বা আবুল হাসিম চেয়ারম্যান আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের একজন সাহসী নেতা ছিলেন। আমরা তাকে কখনও ভুলব না। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের মধ্যে তুরাগ ও হরিরামপুর বাসি তাকে চিরকাল স্বরন রাখবে।
এস,এম মান্নান কচি বলেন, ১৯৭৫ সালের পরবর্তী সময়ে আওয়ামীলীগের দুঃসময়ে হায়নাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি বীরমুক্তিযুদ্বা মো, আবুল হাসিম। তার মত সাহসী ও তৃনমূল নেতা আমাদেরকে তৈরি করতে হবে।
আলোচনা অনুষ্টান শেষে প্রয়াত বীরমুক্তিযুদ্বা আলহাজ্ব মো, আবুল হাসিম, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের স্বরনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কয়েক হাজার লোকের মধ্যে খাবার বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here