মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ‘পাসওয়ার্ড’

0
220
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: কোনও আপত্তি ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ঈদের আলোচিত ও আকাক্সিক্ষত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। রবিবার বিকালে ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মালেক আফসারী।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। মোহাম্মদ ইকবালের পাশাপাশি এতে প্রযোজক হিসেবে আছেন শাকিব নিজে।
প্রযোজক মোহাম্মদ ইকবালবলেন, ‘রোববার বিকালে সেন্সর সার্টিফিকেট হাতে পেলাম। আমরা এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। প্রায় ১০০টির মতো হল ইতোমধ্যে বুকিং শেষ। আশা করছি, ২০০টি হলে এটি মুক্তি দিতে পারবো। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’
‘পাসওয়ার্ড’ ছবির গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। জানা যায়, একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে। যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনি এগুবে।
২০১৪ সালে শাকিব খান প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’।
‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান।
গত ১ মার্চ থেকে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং, গত সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে শেষ হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here