মুগদা হাসপাতালে রোগী ও নারী সাংবাদিকের ওপর হামলা: দুই আনসার সদস্য প্রত্যাহার

0
159
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে মারধর ও এক নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, এ হামলার ঘটনার কারণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুইজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এঘটনার বিষয়ে একটি তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ফটো সাংবাদিক রুবেল রশীদ ও জয়িতা রায় গনমাধ্যমকে অভিযোগ করে জানান , গত শুক্রবার দুপুরে নিয়ম লঙ্ঘনের প্রতিবাদ করায় মুগদা জেনারেল হাসপাতালে করোনার নমুনা দিতে আসা রোগী শাওনকে মারধর করে হাসপাতালটির দুই আনসার সদস্য। এসময় তারা ওই ঘটনার ছবি তুলতে গেলে অভিযুক্ত দুই আনসার সদস্যর তাদের ওপরও চড়াও হয় এবং লাঞ্ছিত করে। হামলার শিকার দুই ফটোসাংবাদিক হলেন দৈনিক দেশ রূপান্তরের রুবেল রশীদ ও বাংলাদেশ প্রতিদিনের ফটোসাংবাদিক জয়িতা রায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here