Daily Gazipur Online

মুজিব বর্ষ উপলক্ষে নড়াইলে নোঙরের বৃক্ষরোপন

নড়াইল প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন নোঙরের পক্ষ থেকে নড়াইলে বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্সে গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোঙরের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান, সাংস্কৃতিক সংগঠক সালাউদ্দিন শীতল, শহীদুল্লাহ শাহীন প্রমুখ।
উল্লেখ্য নোঙর সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশের ১’শ নদী শনাক্ত করে সেখানে বৃক্ষ রোপন করছে। নড়াইলে এস এম সুলতানের কমপ্লেক্স, রুপগঞ্জ বাধাঘাট, চরের ঘাটসহ চিত্রা নদীর বিভিন্ন পয়েন্ট গাছের চারা রোপন করে। এছাড়া নদীর অবৈধ দখল ও দুষন এবং নৌপথে দূর্ঘটনা রোধে তারা সচেনতামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।