মুজিব শতবর্ষ উপলক্ষে টঙ্গীতে প্রশিকার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

0
379
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে বে-সরকারী সংস্থা প্রশিকার উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ জানুয়ারি) টঙ্গীস্থ ভরানে দিনব্যাপী এই ক্যাম্পে প্রশিকা সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড প্রেসার মাপা হয়। প্রতিবন্দিতা ও উন্নয়ন বিষয়ক কর্মসূচী প্রশিকা মানবিক কেন্দ্র উন্নয়নের আয়োজেনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো.আফজাল হোসেন গাজী, জোনাল ম্যানেজার মো.হাবিবুর রকিব,টঙ্গী মধুমিতা উন্নয়ন এলাকার ম্যানেজার স্বপন কুমার রায়,প্রতিবন্দিতা ও উন্নয়ন বিষয়ক কর্মসূচীর ডা: মো.মহসিন প্রমুখ।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো.আফজাল হোসেন গাজী জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। তার স্বপ্ন পূরণে এই ক্যাম্পের আয়োজন। পুরো বছরব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর মুজিব শতবর্ষে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here