মৃত্যুদণ্ডের বিধান পরিবর্তন করেছে সৌদি আরব

0
272
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: কমবয়সীরা অপরাধ করলেও এখন থেকে তাদের সাজা মৃত্যুদণ্ড দেবে না সৌদি আরব। সৌদির মানবাধিকার সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি প্রশাসন থেকে দু’দিন আগে জানানো হয়, সে দেশে অভিযুক্তদের প্রহার করা বন্ধ হবে। এরপর বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের অনুমোদনের পর নতুন ঘোষণাটি আসলো।
শিশু অধিকার সম্পর্কিত জাতিসংঘের নীতিমালা মেনে নিয়ে রিয়াদ জানিয়েছে, নাবালকদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি ব্যবহার করা উচিত নয়। এ ধরনের সাজা সৌদি আরব অপ্রাপ্তবয়স্কদের আর দেবে না।
অ্যাক্টিভিস্টরা বলছেন, পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করা দেশগুলোর অন্যতম সৌদি আরব। সে দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। যারাই মুখ খুলেছে, তাদেরই আটকের ঘটনা ঘটে।
২০১৯ সালে একশ ৮৪ জনকে শিরোশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক রিপোর্টে জানিয়েছে। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
গতকাল রবিবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সৌদি আরবের প্রধান আওয়াদ আল আওয়াদ বলেছেন, অপ্রাপ্তবয়স্কদের সাজা মৃত্যুদণ্ডের বিধান থেকে সরে এসেছে সৌদি আরব। তার বদলে অপরাধের ভিত্তিতে অপ্রাপ্তবয়স্কদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কিশোর আটক কেন্দ্রে থাকতে হতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here