মেঘনা নদীতে ট্রলার ডুবি: প্রিজাইডিং অফিসারসহ নিখোঁজ ৩

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে প্রিজাইডিং অফিসারসহ ১৭ জনের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসারসহ তিনজন নিখোঁজ রয়েছেন।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন ও নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম ও নারী আনসার সদস্যের নাম জানা যায়নি। এ ঘটনায় সাঁতরে তীরে উঠেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ১৪ জন।
ঘটনার খবর পেয়ে গজারিয়া, মুন্সিগঞ্জ, সোনারগাঁ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় নির্বাচন ডিউটি শেষে প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের একটি টিম ট্রলারে করে নারায়ণগঞ্জ সদরে ফিরছিলেন।
পথে চরহোগলা এলাকার মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবে যায়। এ পর্যন্ত ১৪ জন সাঁতরে উঠলেও নিখোঁজ রয়েছেন তিনজন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here