মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা: ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। নিখোঁজ প্রকৌশলীর নাম শাহরিয়ার কবির রিস্তা। তিনি প্রকল্পের ইলেক্ট্রনিক বিভাগে কর্মরত ছিলেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) নিখোঁজের বিষয়ে প্রকৌশলী শাহরিয়ার কবিরের মা রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজেক্ট ম্যানেজার বলেন, গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি শাহরিয়ার। এ ঘটনায় তার মা তুরাগ থানায় একটি সাধারণ ডাইরি করেন।
তুরাগ থানা সূত্রে জানাযায় , প্রকৌশলী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
মেট্রোরেলের প্রকৌশলীর সন্ধান চায় তার পরিবার
