Daily Gazipur Online

মেয়রপ্রার্থী সরকার শাহনূর ইসলাম রনির ১৯দফা ইশতেহার ঘোষণা

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুর মহানগরকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ার প্রত্যয়ে ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি। মঙ্গলবার সকালে টঙ্গী স্টেশন রোডের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ ইশতেশার ঘোষণা করেন। এসময় রনি সরকার সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ব্যক্ত করে বলেন, গাজীপুরে নির্বাচন নয়, চর দখলের মত মেয়রের চেয়ার দখলের নানা আয়োজন চলছে। গাসিকের প্রতিষ্ঠালগ্ন থেকেই মেয়রের চেয়ার নিয়ে টানাটানি চলছে মন্তব্য করে রনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বিএনপি বা বিরোধী দলগুলো যে অভিযোগ করে আসছিলো আমি এখন এর বাস্তব প্রমাণ পাচ্ছি। নির্বাচন কমিশন শুধুই কথার ফুলঝুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এটিও সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন।’
রনি সরকার আরো বলেন, ‘মাত্র দশ বছর বয়সী এই শিশু সিটি করপোরেশনের গত দু’টি পরিষদ কিভাবে দায়িত্ব পালন করেছে তা সকলেই অবগত আছেন। গাসিকের প্রথম নির্বাচনে সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছিলেন নগরবাসী। কিন্তু জনরায়কে অসম্মান করে ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলায় তাকে দীর্ঘ দিন কারাঅন্তরালে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। ফলে উন্নয়ন বঞ্চিত হন গাজীপুরবাসী।’ তিনি বলেন, ‘একইভাবে সরকারি দলের স্থানীয় নেতৃবৃন্দের ক্ষমতা ও স্বার্থের দ্ব›েদ্ব দ্বিতীয় পরিষদের মেয়রও তার দায়িত্বকাল অতিবাহিত করতে পারেননি। তদুপরি গত ৫ বছর সিটি করপোরেশনে কী পরিমাণ দুর্নীতি হয়েছে তা এখন তাদের (আওয়ামী লীগ নেতৃবৃন্দ) মুখ থেকেই উচ্চারিত হচ্ছে। রনি অভিযোগ করে বলেন, ‘শত শত কোটি টাকার এই দুর্নীতির ভাগীদার ছিলেন তারা সকলেই। তাদের মধ্যে ক্ষমতার দ্ব›দ্ব শুরু না হলে হয়তো আমরা কেউ আজ এ দুর্নীতির চিত্র জানতেই পারতাম না এবং থলের বিড়ালও বেরিয়ে আসতো না।’
রনি সরকার দুর্নীতি ও হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর ভবিষ্যত প্রজন্ম উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে গাজীপুর সিটি করপোরেশনের সকল নাগরিকের নাগরিকসেবা সহজ ও জনবান্ধব করবো, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলবো, বিকল্প রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন ঘটিয়ে ঢাকা-গাজীপুর যানজটমুক্ত যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করবো, নগরীর পূর্ব-পশ্চিমমুখী দুটি রাস্তা নির্মাণ করা হবে, রেলক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণ করা হবে, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্কুল-কলেজ গড়ে তুলা হবে, সুস্থ বিনোদন ও খেলাধূলার জন্য খেলার মাঠ নির্মাণ/উন্নয়ন করা হবে, পাখপাখালির নির্ধারিত অভয়ারণ্য গড়ে তুলবো, নাওজোর-কাশিমপুর-জিরানী ও গাজীপুর টু পূবাইল রোড এর কাজ দ্রæত শেষ করবো, টঙ্গী শিল্প এলাকার রাস্তাগুলো দখলমুক্ত করে উভয়পাশে সবুজের সমারোহ ঘটাবো, নগরীর খালগুলো দখল-দূষণমুক্ত করা হবে, নাগরিকরা ট্যাক্সের ভারে যাতে জর্জরিত না হন সেদিকে খেয়াল রেখে সহনীয় ট্যাক্্র নির্ধারণ করা হবে, ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত টেকসই উন্নয়ন ঘটাবো হবে, নগরীর টেকসই উন্নয়নের জন্য শত বছর মেয়াদী মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হবে, পরিবেশ প্রতিবেশ রক্ষায় যাবতীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে, গাজীপুর নগরীকে পলিথিনমুক্ত ঘোষণা করা হবে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলা হবে, বায়ু ও পানি দূষণ সর্বনিম্ম মাত্রায় নামিয়ে আনার চেষ্টা করা হবে, অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে, সু-পরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহণ করা হবে এবং মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত নগরী গড়ে তুলা হবে।
রনি সরকার বলেন, ‘আমি বয়সে তরুণ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোট আপনাদের শ্রেষ্ঠ আমানত। যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয়, আগামী ২৫ মে ভোটের মাধ্যমে আপনাদের আমানতের সেরা বিনিয়োগ করুণ। কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে সেবক হয়ে থাকবো।’