
ডেইলি গাজীপুর স্পোর্টস: ৬ বছর পূর্বে ২০১৩ সালে সবশেষ মাঠে গড়িয়েছিলো মেয়েদের ফুটবল লিগ। নানা অজুহাতে এরপর আর লিগ আয়োজনে আগ্রহ দেখায়নি বাফুফে। দীর্ঘ বিরতির পর মেয়েদের নিয়ে ফুটবল লিগ হতে যাচ্ছে এ বছর। আগামি অক্টোবরের শেষ দিকে ৬ থেকে ৮ টি দল নিয়ে এই লিগ আয়োজন করবে বাফুফে। গত বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
লিগ আয়োজনের জন্য অধিভুক্ত সংস্থা ও ক্লাবকে আমন্ত্রণ জানাবে বাফুফে। যারা আগ্রহী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে খেলতে সুযোগ করে দেওয়া হবে।
তবে এজন্য আগ্রহী ক্লাব বা সংস্থাকে বাফুফের দেওয়া কিছু শর্ত পূরণ করতে হবে আগে। যার অংশ হিসেবে প্রতিটি দলে থাকতে হবে ‘সি’ লাইসেন্সধারী কোচ। মাঠের সুবিধা ও ক্লাব সচিবালয় থাকাও বাধ্যতামূলক করা হয়েছে এবার। এ ছাড়া ক্লাবে সাধারণ সম্পাদক, কো-অর্ডিনেটর কিংবা মিডিয়া কর্মকর্তা থাকতে হবে। ক্লাবগুলোর আর্থিক অবস্থানও জানাতে হবে বাফুফেকে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ পুনরায় মেয়েদের ফুটবল লিগ চালুর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এমন শর্ত আরোপের কারণও জানান তিনি, ‘মেয়েদের ফুটবল নিয়ে অনেকের আগ্রহ আছে। যে কারণে আমরা কিছু শর্ত দিয়ে রেখেছি। যারা শর্ত পূরণ করতে পারবে তারা খেলতে পারবে। ভবিষ্যতে যেন অংশগ্রহণকারী দলগুলো ঝড়ে না যায়, সেজন্যই ক্লাব বা সংস্থাগুলোর কাঠামো শক্তিশালী থাকা প্রয়োজন।’
এই লিগে বিজেএমসি ও বাংলাদেশ আনসারের খেলা প্রায় নিশ্চিত। বাকি দলগুলো আগামি এক মাসের মধ্যে নির্ধারণ করবে বাফুফে।
মাঝে বন্ধ থাকার পর নতুন করে লিগ শুরু করতে পেরে বাফুফে কর্মকর্তা কিরণও খুব উচ্ছ¡সিত, ‘আগে খেলোয়াড়ের অভাবে লিগ করা কঠিন ছিল। এখন আমাদের হাতে প্রচুর খেলোয়াড়। এই লিগে সারাদেশের বয়সভিত্তিক খেলোয়াড়রাও খেলতে পারবে। আশা করছি অংশগ্রহণকারী দলগুলো ঠিকমতো খেলোয়াড় নিতে পারবে।’






