মোংলা বন্দরে এসেছে মেট্রোরেলের আরও এক চালান

0
87
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বন্দরে আট বগি ও চার ইঞ্জিন নিয়ে পানামার পতাকাবাহী এম হরাইজন-৯ জাহাজটি নোঙর করে।
এ নিয়ে মেট্রোরেলের আটটি চালান দেশে পৌঁছাল। আগামীকালের মধ্যে জাহাজে আসা ইঞ্জিন, বগিসহ মালামাল খালাসের কাজ শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা যায়, মেট্রোরেলের চালান নিয়ে এম হরিজন-৯ জাপানের কোবে বন্দর থেকে ১ ফেব্রুয়ারি ছেড়ে আসে। জাহাজটিতে মেট্রোরেলের ৮টি বগি, ৪টি ইঞ্জিন ছাড়াও ৩৬টি প্যাকেজের ৪৮৮ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে।
হরাইজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্টের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে ৭টি জাহাজে করে ৫৬টি বগি-ইঞ্জিন এই বন্দরে আসে।
রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি। প্রতি সেট ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে।
স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইলচেয়ারের ব্যবস্থা। শীতাতপনিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here