Daily Gazipur Online

মোল্লা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের মোল্লা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান এবং হিলফুল ফুজুল জ্ঞানের আলো পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোল্লা গ্রামের কৃতিসন্তান ডা. মো: আবু হানিফ সাহেবের-এর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনূর রাশিদ শাহ ফকির, মোল্লা দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মো: মোজাম্মেল হক, মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ খবির উদ্দিন আহামেদ, প্রধান শিক্ষক গোলাম হাক্কানী। বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী মিলন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান, মো: আবুল হাসান, প্রতিষ্ঠাতা: আব্দুর রহমান, মো: কামরুল হাসান মাস্টার, হাফেজ শহিদুল্লাহ, প্রমুখ।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬ জন বীরমুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষ গুণীব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয়েছে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোর্শেদ আলম, লোকমান হোসেন, মোহাম্মদ আবুল হাসান, মোস্তাফিজুর রহমান তাপস, সোহরাব রহমান, মো. তারেক সাঈদ, মো. রমজান আলী, মো: কামরুল হাসান।
সার্বিক সহযোগীতায় ছিলেন, সকল সদস্যবৃন্দ।