Daily Gazipur Online

মোশাররফ করিমের ‘৩ ২ ১ ০ অ্যাকশন’

ডেইলি গাজীপুর বিনোদন: ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘৩ ২ ১ ০ অ্যাকশন’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, ইমেল, হারুণ, মাসুদ প্রমুখ।নাটকটি গল্পে দেখা যাবে শিল্পী মানুষ মোশাররফ করিম। অভিনয় করতে এসে বিড়ম্বনায় পড়তে হয় তাকে। কারণ পরিচালক তাকে জানান, চরিত্রের প্রয়োজনে তার লম্বা গোঁফ কেটে ফেলতে হবে। কিন্তু অভিনেতা সেটা করতে নারাজ। কিছুতেই তিনি গোঁফ কেটে ফেলবেন না।
হঠাৎ একদিন সকালে তিনি দেখতে পান তার অর্ধেক গোঁফ নেই। কে যেন কেটে ফেলেছেন। মোশাররফ করিম খুঁজতে থাকেন সেই মানুষটিকে। নানা হাস্য-রসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।