ময়মনসিংহের এসপি,জনবান্ধব পুলিশ গঠনে কাজ করছি

0
209
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে জনবান্ধব পুলিশ বাহিনী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। সমাজের সমস্যা চিহ্নিতকরণ, শান্তি, শৃঙ্খলা বজায় রাখাসহ মাদকের ভয়বহতা থেকে বেরিয়ে এসে দেশকে এগিয়ে নিতে বিট পুলিশিংয়ের গুরুত্ব অনেক বেশি। আলোচিত অপরাধ প্রবণতা, মাদকের কড়াল গ্রাস, বাল্যবিবাহ থেকে মুক্ত হয়ে দেশকে উন্নত সারিতে নিতে বিট পুলিশিং ব্যবস্থা আরও সহায়তা করবে। কথাগুলো বলেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।গত মঙ্গলবার ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে এ বক্তব্য দেন তিনি। বৈঠকে আরও বক্তব্য দেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার।
বিট অফিসার চর ঈশ্বরদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সেলিমের সভাপতিত্বে ও এসআই মাহবুব অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহিম, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) উজ্জল কান্তি সরকার, এসআই নিরূপম নাগ প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here