Daily Gazipur Online

ময়মনসিংহে ডিবি’র অভিযানে চোরাই মোবাইল ইয়াবা ও পাইপগান উদ্ধার : গ্রেফতার ৫

এম এ আজিজ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মোবাইল চোর ও মাদক ব্যবসায়ীসহ ৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ মোবাইল সেট, ৪০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।এছাড়া একটি পরিত্যক্ত পাইপগান উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ কাজ করছে। এরই অংশ হিসাবে ডিবির এসআইআনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার বিভাগীয় নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে ৫টি চোরাই মোবাইল সেট সহ মোবাইল তিন চোরকে গ্রেফতার করে। তারা হলো মোঃ হৃদয়, মোঃ ঝুটন, মোঃ হাবিবুল­াহ। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ পাটগুদাম ব্রীজ মোড় জয়বাংলা চত্তরের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায় জিলানী মিয়াকে এবংএসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁওয়ের ভারইল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আকিব হাসানকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত আসামীসহ চলে আসার সময় ভারইল গ্রামস্থ কলকাকলি বিদ্যানিকেতন (কেজি) স্কুলের টিনসেড ঘরের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করে। এব্যাপারে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।