Daily Gazipur Online

ময়মনসিংহে প্রশাসনের কঠোর নজরদারী : ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ

এম এ আজিজ, ময়মনসিংহ : করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ শুক্রবার থেকে ময়মনসিংহ প্রশাসন কঠোর ভুমিকা পালন করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের হলরুমে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে-জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র বিশেষ সভায় জনস্বার্থে গুরুত্বপূর্ন এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সব সিদ্ধান্তের মধ্যে জেলায় ব্যাটারি বা ইঞ্জিনচালিত কোনো যানবাহন চলবে না। শুধুমাত্র প্যাডেল রিক্সা চলবে। এছাড়া সকল ধরণের মুদির দোকান বেলা ১টা পর্যন্ত এবং যে কোন কাঁচাবাজার বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অপরদিকে জেলার সাপ্তাহিক সকল হাট-বাজার নতুন করে ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও, জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। এরপরও ঔষধের দোকান ছাড়া সন্ধ্যার পর অন্য কোথাও বাতি জ্বলবে না। সভায়, মসিক মেয়র ইকরামূল হক টিটু, পুলিশ সুপার আহমার উজ্জামান, সেনাবাহিনী কর্মকর্তা, চেম্বার এন্ড কমার্স সভাপতি আমিনুল হক শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলে­খ্য করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে এর আগে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগর থেকে শুরু করে পাড়া মহল­া, গ্রামগঞ্জে অবিরাম প্রচারণা চালিয়ে আসছে। করোনা সংক্রমণরোধে ১০ দিনের সরকারী ছুটি ও সকল ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী ট্রাক, জীপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রীবহন, বিভাগীয় নগরীতে পাল­া দিয়ে চলছে অগনিত অটোবাইক, ব্যাটারী চালিত রিক্সা। হোম কোয়ারেন্টাইন সহ সরকারী নির্দেশনায় প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান নেওয়ার নির্দেশনা মান্য করাতে দেশের দু এক জায়গায় আইন শৃংখলা বাহিনীর সাথে অনাকঙ্কিত ঘটনা ঘটে। এতে কতক দুষ্টচক্র ফেইসবুকে নানা অপপ্রচার শুরু করে। এতে প্রশাসন অনেকটা ঢিলেঢালা ভাব দেখায় বলে জনশ্র“তি রয়েছে। এর পরও গত রবিবার নগরীর প্রবেশ পথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারাকান্দা বাইপাস মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২১গাড়িকে জরিমানা করেছে।
এর আগে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান নগরীর পাটগুদাম ব্রীজের মোড়ে বাসস্ট্যান্ডে সকালে জনসাধারণকে সচেতন করতে তিনি নিজে মাইকিং করে, অযথা ঘর থেকে বের না হয়ে ঘরে অবস্থান করে করোনা ভাইরাস থেকে রা পাওয়ার জন্য আহŸান জানিয়েছেন।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর প্রবেশ পথ বাইপাস মোড়ে সেনাবাহিনীর সদস্যরা করোনা থেকে বাচঁতে এবং সংক্রমণরোধে বিভিন্ন প্লেকার্ড নিয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় হ্যান্ড মাইকে মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার আহŸান জানান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ট্রাক, জীপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসে অনিয়ম করে যাত্রীবহন করায় ২১ যানবাহনকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন।