Daily Gazipur Online

যাত্রাবাড়ীতে ১৪ পেঁয়াজ ব্যবাসয়ীকে জরিমানা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি বাজারে ১৪ ব্যবাসয়ীকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
শনিবার সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
তিনি জানান, অভিযানের পর ৬৭ টাকার পাইকারি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অভিযানে ৫ জনকে ৬ থেকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। অভিযান চলমান থাকবে।
করোনাভাইরাসের কারণে রাজধানীর বাজারগুলোতে অসাধু ব্যাবসায়ীদের একটি চক্র সিন্ডিকেট তৈরি করে বাড়িয়ে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে উচ্চ মাত্রায় মুনাফা। সরকারের নির্দেশনা উপেক্ষা করে বাজার ব্যবস্থা অস্থিতিশীলকারীদের বিপক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।