এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ কেজি অবৈধ গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমীন ভূইয়া (৬৫), মোঃ আল আমিন (২৬) ও মোঃ কামরুজ্জামান (২৮)।
বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার ডেমরা রোডস্থ হক ফিলিং স্টেশন পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, আজ বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে আমাদের কাছে সংবাদ আসে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণের গাঁজাসহ ডেমরা রোডের হক ফিলিং স্টেশনে সামনে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম দ্রুত ওই স্থানে পৌছে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা কুমিল্লাসহ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাড়িতে করে রাজধানীর যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করে আসছিল। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা মাদক বেঁচাকেনার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আজ সকালে জিঞ্জাসাবাদ শেষে তিন মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।