Daily Gazipur Online

যাত্রাবাড়ীতে ৫৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক :মাদকের বিরুদ্ধে দেশে চলছে জিরো টলারেন্স এবং এটিকেই বহাল রাখতে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় রবিবার (৩০ জুন) রাতে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ সানি মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সানি মিয়া ডিবি পুলিশকে জানায়, মিনি পিকআপযোগে সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করেন।