Daily Gazipur Online

যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ জুয়াড়ি গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী খালপাড় পৃথক দু’টি স্থানে জুয়ার আসরে গোপনে অভিযান চালিয়ে ২০ জন জুয়াড়িকে বিভিন্ন মালামালসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মোঃ সোহরাব সরদার (৪৭), মোঃ শামছুল হক (৬১), মোঃ শফিকুল ইসলাম (৩৫), মোঃ তাহের মোল্লা (৪৭),মোঃ সাইদুল শেখ (২৫), মোঃ আলাল (৫০), আব্দুল সামাদ (৩৫), আবছার আলী (৪৩), নূর ইসলাম (৪০), মোঃ রাকিব (১৯), শাহাদাত বয়াতী (৪০), মোঃ মতি মিয়া (৫১), মোহাম্মদ আলী শেখ (৫৫), মোঃ মহিউদ্দিন শেখ (৩০), মোঃ সোহেল মিয়া (৩৮), নূর ইসলাম (৪৭), লিটন বেপারী (৪০), মোঃ কামাল (৫৭), মিজানুর (৪৫) ও মোঃ রিপন (৩৮)।
র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে ও মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন মালামালসহ আটক করা হয়।
তিনি জানান, পৃথক দু’টি স্থানে অভিযানকালে র‌্যাব সদস্যরা ধৃুত ব্যক্তিদের নিকট থেকে খোলা অবস্থায় ৬৬৩ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৫টি মোবাইল ফোন ও নগদ ৫১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।