যারা মাদকের পৃষ্ঠপোষণ করবে তাদের হাত ভেঙ্গে দিব——-জিএমপি কমিশনার

0
56
728×90 Banner

অলিদুর রহমান অলি: গাজীপুরে টঙ্গীতে শেখ রাসেল আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান, আজ মঙ্গলবার দত্তপাড়া ঐতিহাসিক দিঘীরপাড় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ মোল্লা নজরুল ইসলাম বিপিএম পিপিএম (বার),এ সময় তিনি বলেন আজকের এই মহতী আয়োজনে আমি উপস্থিত হতে পেরে খুবই গর্বিত, ইতিপূর্বে অত্র এলাকা এরশাদনগর সম্পর্কে আমার কাছে একটি বাজে সংবাদ ছিল যে, এখানকার মাদক কারবারীদের দৌরাত্ম্য অনেক বেশি। কিন্তু সম্প্রতি সময় আমার পুলিশ সদস্য সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তোমাদের আজকের টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণে আমি বলবো তোমরা এই নগরী বিশ্বের নামিদামি স্কুল কলেজে লেখাপড়া করবে তোমাদের অনেক সুযোগ-সুবিধা রয়েছে। আমি যখন লেখাপড়া করেছি গ্রামের অজো পাড়াগাঁয়ে তখন ভালো কোনো পোশাক ছিল না। তোমরা আধুনিকতায় অনেক উন্নত পরিবেশে বড় হচ্ছে তোমাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে। এই এরশাদ নগর গড়তে হলে বঙ্গবন্ধুর ভাষণের ন্যায় শপথ গ্রহণ করতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে এরশাদ নগর মাদকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই। এখানকার আর যারা মাদকের আশ্রয়-প্রশ্রয় পৃষ্ঠপোষকতা করবে আমি সেসকল লোকদের হাত ভেঙে দিব।
তিনি আরো বলেন শেখ রাসেলের কিছুটা হলেও ঋণ শোধ করতে আমাদের আজকের এই আয়োজন।
কমিউনিটি পুলিশ ৪৯ নং ওয়ার্ড আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের পুলিশ কমিশনার মাহবুব উজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহমেদ, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জলিল গাজি, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই সময় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here