নাসির উদ্দীন বুলবুল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য কিছু বিশ্বাসঘাতক ও দেশি-বিদেশী ষড়যন্ত্রকারী সক্রিয় রয়েছে। কিন্তু গাজীপুরে নৌকার বিজয় হবে, এই বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গাজীপুরে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই, গাজীপুরে আওয়ামী লীগ এক ও একাকার মন্তব্য করে তিনি বলেন, একজন (জাহাঙ্গীর আলম) কিছু দিন আগেও ছিলো হিরু, এখন সে হয়ে গেছে জিরো। যারা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে খন্দকার মোস্তাকের দলে যেতে হবে। তাদেরকে দেখলে কেউ সালামও দেবেন না। তিনি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারনা চালানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়ে বলেন, যারা আইন মানে না, গণতন্ত্র মানে না তাদের সাথে কোনো আপস নেই।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে জেলা ও মহানগর যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ গাজীপুর সিটি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই নির্বাচন একটি প্রতীক। এই নির্বাচনে জিতলে আমাদের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। এখানে নৌকার জয় হলে অন্যান্য সিটি ও আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। কাজেই এই নির্বাচনকে হাল্কাভাব দেখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি এই নির্বাচনে না এলেও তারা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। তারা ডামি প্রার্থী দিয়ে নৌকাকে পরাজিত করার চেষ্টা করবে। নৌকা পরাজিত হলে বিএনপি-জামাত মনোবল ফিরে পাবে। তাই এই নির্বাচনের গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই নির্বাচনকে জীবনপণ লড়াই হিসেবে নিতে হবে। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যুবলীগ শেষ দিন পর্যন্ত মাঠে থাকবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যে কোনো মূল্যে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী ও নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভাকেট আজমত উল্লা খান বলেন, এই নির্বাচন আমার একার নয়, আমি একটি প্রতীক মাত্র। এই নির্বাচন জনগণের নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন, জাতিরজনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার নির্বাচন। তিনি বলেন, ২৫ মের নির্বাচন আগামী সকল নির্বাচনের মডেল হবে। স্মাট বাংলাদেশ গড়ার প্রথম প্রদক্ষেপ গাজীপুর থেকে শুরু হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল গাসিকের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু আশা আকাক্সক্ষা নিয়ে গাজীপুরে একটি চারা গাছ রোপন করেছিলেন। কিন্তু তিন বছর যেতে না যেতেই সেই চারা গাছে পোকা ধরে। প্রধানমন্ত্রী আবার তাকে ছায়া দেন একটু শক্তি সঞ্চয় করার জন্য। কিন্তু সে আবারো বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকএস এম কামাল হোসেন।
যুবলীগের মতবিনিময় সভায় মায়া গাজীপুরে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না
