Daily Gazipur Online

যুব উন্নয়ন কর্মকর্তাদের পদবীর জি ও না করায় সমাবেশ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপার ভাইজার’দের পদবী পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদ ও নাম জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদিত ও অর্থ মন্ত্রণালয় সম্মতির পরেও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের জি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সচিব মহোদয় না করায় এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ পদবী পরিবর্তনের জি ও জারির আবেদন করায় ঢাকার কোতয়ালী ইউনিট থানা থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে সংগঠনের পক্ষ থেকে আবেদন পদবী জি ও সংগঠনের আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদকে বদলীর আদেশ বাতিল করার জন্য ২৫ অক্টোবর ২০১৯ সকাল ৯.৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪.০১.০০০০.০০৫.৪৪.০১১.১৭-৯৩৭ তাং-০৭-০৭-২০১৯ যুব উন্নয় অধিদপ্তর এর “ক্রেডিট সুপার ভাইজার” পদবী পরিবর্তন করে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা করা হয়। এরপরে ০৭.১৫৪.০১৫.০৮.০১.০০৪.২০০৫ (অংশ-১).৬৯ তাং-০৪-০২-২০১৮ইং তারিখে অর্থ মন্ত্রণালয় ‘সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা’ করার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন এবং সরকারের আর্থিক ক্ষতি হবে না বলে পত্রে উল্লেখ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরেও যুব মন্ত্রণালয়ের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল এমপি মহোদয় ও যুব মন্ত্রণালয়ের সচিব মহোদয় ক্রেডিস সুপার ভাইজারদের নাম পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাম করণের জি ও জারি করে নাই। এ ব্যাপারে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ গত ০৪-০৪-২০১৯ইং তারিখ যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের মাধ্যমে যুব সচিব মহোদয়ের কাছে জি ও জারি করার আবেদন করেন। এরপর যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক স্মারক- ৩৪.০১.০০০০.০০৫.৪৪.০১১.১৭-৯৩৭ তাং- ০৭-০৭-২০১৯ইং দরখাস্ত সচিব মহোদয়ের বরাবর পাঠালেও প্রতিমন্ত্রী মহোদয় ও সচিব মহোদয় পদবীর জি ও জারি করেন নাই। বরং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদকে ঢাকা কোতয়ালী ইউনিট থানা থেকে স্মারক নং- ৩৪.০১.০০০০.০০৫.১৯.০২৬.১৭-১১৪৬ তারিখ ২২-০৮-২০১৯ইং অন্যায়ভাবে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭-১০-২০১৯ইং তারিখে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সচিব মহোদয়ের অনিয়ম ও অন্যায়ের অভিযোগ করে জি ও জারি ও সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আবেদন করেন। তারই অংশ বিশেষ হিসেবে একই দাবিতে প্রেস ক্লাবে সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উক্ত দাবি তুলে ধরেন।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংঠনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ।