যে কারণে দুই নির্বাচন কমিশনারের নাম এজাহার থেকে বাদ দিল বিএনপি

0
69
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাবেক নির্বাচন কমিশনারদের নামে ভোটের অনিয়মের অভিযোগ তুলে বিএনপি মামলা দিলেও দুই জন কমিশনারের নাম এজাহারে নেই। এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে।
গত রোববার (২২ জুন) রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নামে মামলা দেয় বিএনপি। কিন্তু এজাহারে সংশ্লিষ্ট কমিশনগুলোর সব সদস্যের নাম থাকলেও দুই জন কমিশনারের নাম উল্লেখ নেই।
২০১৮ সালের ‘রাতের ভোট’ আয়োজনকারী কেএম নূরুল হুদা কমিশনের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নাম এজাহারে নেই। তিনি মারা গেছেন বিধায় বাদ পড়েছেন।
এ ছাড়া ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচন আযোজনকারী কাজী হাবিবুল আউয়াল কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানারও নাম উল্লেখ নেই এজাহারে।
এ নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলটির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান, যিনি মামলা দায়ের করেছেন তাকে ফোন দিয়ে এবং মেসেজ দিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে দলটির মিডিয়া উইংয়ের সদস্য শাযরুল কবির খান জানান, রাশেদা সুলতানার নাম না থাকার বিষয়টি ‘টাইপিং মিসটেক’। এটা অন্য কিছু না। এ ছাড়া সাবেক সব নির্বাচন কমিশনার বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়টি এজাহারে উল্লেখ করা আছে।
মামলার এজাহারে বাদ পড়া নামটি অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য থানায় চিঠি দেওয়া হবে বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, এজাহারে রাশেদা সুলতানার নাম অন্তর্ভুক্তির জন্য একটি চিঠি দেওযা হবে। কাজেই ওটা সংশোধন হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here