Daily Gazipur Online

রংপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

সাহানুর রহমান,রংপুর: সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হওয়া রংপুর পলিটেকনিকেল কলেজের ছাত্র মারুফ হোসেন মুন্না (১৮) এর মরদেহ ৩৬ ঘন্টাপর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
জানাগেছে, গত শুক্রবার সকাল ১১ টায় মারুফ হোসেন মুন্না সহপাঠীদের সাথে ঘাসুরিয়ায় যমুনা নদীতে গোসল করতে নামে নদী পারাপারের সময় সে নিখোজ হয়। বহু খোজাখুজি করার পর ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার পাঁচবিবি উপজেলার দক্ষিনে উত্তর গোপালপুর নামক স্থানে গত কাল রবিবার রাত ১টায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিখোজ মারুফ হোসেন মুন্না দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের শিক্ষক মতিয়ার রহমানের ছেলে। মারুফ হোসেন মুন্না রংপুর পলিটেকনিক কলেজের ছাত্র।