Daily Gazipur Online

রংপুরে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার;স্বামী আটক

সাহানুর রহমান, রংপুর: রংপুর নগরীর বাহারকাছনা কাছনারদোলা এলাকার একটি বাড়ি থেকে এক ছেলে,এক মেয়েসহ এক মহিলার মরদেহ উদ্ধ¡ার করেছে পুলিশ।আজ রোববার দুপুর ১২ টার দিকে তাদের মরদেহ উদ্দ¡ার করা হয়। এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুর রাজ্জাক কে আটক করেছে পুলিশ।বিষয়টি রংপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিন বছরের ছেলে, এক বছরের মেয়ে সহ গর্ভবতী স্ত্রী রতœাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও আত্মহত্যার চেস্টা করে স্বামী। পারিবারিক কলহের জেরে এটা হতে পারে। আমাদের মনে হচ্ছে সে মাদকাসক্ত। তাকে আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।