Daily Gazipur Online

রাক্ষসের প্রতিকার

শেখ আব্দুস সালাম

রাক্ষসেরা চারিদিকে ফেলেছে
স্বার্থের জাল
সজ্জ্বনের নিস্ফল হাহাকার –
চারিদিক থম থম স্তব্ধ নিরূপায়
ভান্ডারসমূহ উপচে পড়ছে,
পৃথিবির কোণায় কোণায়।
এতদসত্ত্বেও,
সকল ভান্ডার আজি অসহায়
রাক্ষসের বিভতস ছায়ায়
নিষ্ঠুর -পাষান রয়েছে কড়া পাহারায়।
শক্তি -কৌলিন্যের কূটিল ইশারায়
নির্মল শক্তিহীন প্রাণিকূল দিশে হারায়
সুনাম -সুখ্যাতির অর্থহীন তীব্র আকাঙখায়
দুর্বলের অশান্তি পূর্ণ করে কানায় কানায়
তার পরও থেমে নেই,
অবাধ অস্থির থাবায়
রাক্ষসেরা দুর্বলেরে গ্রাস করতে চায়।
লোভী প্রচারিক স্বার্থের বোঝা লয়ে
নিজেরে লুটায়ে দেয় রাক্ষসের পায়ে
মিথ্যা অলৌকিক আবরণে দিতে গিয়ে শোধ
প্রকৃতির আক্রোশে ঘটে প্রতিরোধ।
লুটেরার ঘটিয়ে পতন
জেগে ওঠবে সত্য আবরণ।

কবি : আলহাজ্ব শেখ আব্দুস সালাম
প্রধান শিক্ষক
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় টঙ্গী।