Daily Gazipur Online

রাঙামাটিতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

নির্মল বড়ূয়া মিলন, রাঙামাটি প্রতিনিধি :প্রেমে ব্যর্থ হয়ে এক নারীর আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টাকারী ঐ নারীর বয়স ১৮ বছর।
আজ ১৮ ডিসেম্বর বুধবার বিকাল ৩টার দিকে রাঙামাটি হাসপাতাল এলাকার ফিসারী বাঁধে এ ঘটনা ঘটে।
ভেদভেদী সিএমবি গোডাউন এলাকার বাসিন্দা নারীর সাথে কালিন্দীপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে অয়ন ইসলাম অভির (২০) দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। আজ বিকেল ৩টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জের ধরে প্রেমিকা ফিসারী বাঁধের উপর থেকে লাফ দিয়ে পানিতে ঝাপিয়ে পরে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে এলাকার লোকজন উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশে খবর দিলে এসআই ওসমান গণির নেতৃত্বে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রাঙামাটি কোতয়ালী থানায় প্রেমিকাকে থানায় নিয়ে যায় এবং তাদের অভিবাবকদের খবর দেওয়া হয়েছে বলে জানান রাঙামাটি কোতয়ালী থানার ডিউটি অফিসার এসআই দেলোয়ার হোসেন।