Daily Gazipur Online

রাঙামাটিতে ১২টি কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ গণ টিকা দেয়ার শুরু

নির্মল বড়ুয়া মিলন, রাঙাাটি প্রতিনিধি : গত ১৯ জুন থেকে সীমিত পরিসরে টিকা দেয়া শুরু হলেও চলতি সপ্তাহ থেকে রাঙামাটি পার্বত্য জেলায় সিনোফার্মের টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া শুরু হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা গণকণ্ঠ প্রতিনিধিকে জানিয়েছেন,” প্রথম বার ৪ হাজার ৮শত ২য় বার ৯ হাজার ৬শত এ পর্যন্ত ১৪ হাজার ৪শত সিনোফার্মের প্রথম ডোজ টিকা রাঙামাটি জেলার জন্য আমরা পেয়েছি। কাপ্তাই, রাজস্থলী, কাউখালী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাঙামাটি সদরে জেলা সদর হাসপাতালে, পুলিশ হাসপাতালে ও রাঙামাটি সদর জোন এর সেনাবাহিনীর সিএমএইচ এ টিকা দেয়ার কাজ একসাথে শুরু হয়েছে।”
“যিনি প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা পাবেন তাকে ২৮ দিন পর দ্বিতীয় ডোজ হিসেবে সেটাই দেয়া হবে। অন্য ধরনের টিকার ক্ষেত্রেও তাই।”
তিনি বলেন, “জেলার জনসাধারন সরকার ঘোষিত বিধিনিষেধ যদি না মেনে চলেন, করোনাভাইরাসের সংক্রমন থেকে উত্তরণের উপায় নাই।”
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জেলায় বসবাসরত সাবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছেন।
রাঙামাটি সদর হাসপাতাল কেন্দ্রে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দিয়েছেন জটিলতার কারণে ২য় ডোজ এখনো নিতে পারেনি তারা চলিত জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগষ্ট মাসের প্রথম সপ্তাহে পাবেন বলে জানিয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর।
এ পর্যন্ত রাঙামাটিতে অ্যাস্ট্রাজেনেকার ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ দিয়েছেন ৩৪ হাজার ৪৯ জন এবং ২য় ডোজ দিয়েছেন ১৮ হাজার ৮শত ৮১জন। শুরু থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিকা দেয়া হলেও গত ৩দিন ধরে ৩৫ বছরের উর্ধ্বে গণ টিকা দেয়া হচ্ছে বলে রাঙামাটি সদর হাসপাতাল টিকা কেন্দ্রের এমআইএস অফিসার আরিফুল মাওলা তথ্যটি নিশ্চিত করেন।